উইন্ডোজ আটে সরাসরি অ্যাপস
আপডেট: ০১:৩০, অক্টোবর ০৩, ২০১৩
মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে সরাসরি ডেস্কটপ থেকে কোনো
অ্যাপস চালু করার সুবিধা দেওয়া নেই। স্টার্ট মেনুতে গিয়ে তা দেখতে হয়।
চাইলে ডেস্কটপ থেকে যেকোনো অ্যাপস চালানো যায়।ডেস্কটপের যেকোনো ফাঁকা
স্থানে ডান ক্লিক করুন।NewShortcut থেকে নির্বাচন করুন। এবার Location ঘরে
Explorer Shell:AppsFolder লিখে নেক্সট চাপুন। উইন্ডোতে All Programs লিখে
Finish করুন। ডেস্কটপে All Programs নামের শর্টকাট ফোল্ডার তৈরি হয়ে
যাবে। এটিতে দুই ক্লিক করলেই সব অ্যাপস দেখা যাবে।