Saturday, March 17, 2012

শচীনের শততম সেঞ্চুরি, ভারত ২৮৯

বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শততম সেঞ্চুরিটা তুলে নিলেন শচীন টেন্ডুলকার। ঘুচালেন দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের সেঞ্চুরি- খরা। অবসান ঘটালেন ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার। মিরপুরে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে শচীনের সেঞ্চুরির উপর ভর করে বড় সংগ্রহ দাড় করিয়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৯ রান জমা করেছে বিশ্বকাপজয়ীরা।
মাশরাফি বিন মুর্তজার শিকারে পরিণত হওয়ার আগে শচীন করেন ১১৪ রান। ১৪৭ বলে লিটল মাস্টারের এই ইনিংসে ছিল একটি ছয় ও ১২টি চারের মার।
দ্বিতীয় উইকেটে শচীনের সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি (৬৬)। সুরেশ রায়না আউট হন ৫১ রানে। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
শক্তিমত্তার বিচারে আজকের ম্যাচে ভারতীয় দল এগিয়ে, বলার অবকাশ রাখে না। চলতি আসরেও এগিয়ে ভারত। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে হেসে-খেলে শ্রীলঙ্কাকে ৫০ রানে হারায় ভারত।