দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার এ দল ঘোষণা করা হয়।
দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক। এ ছাড়া দলে নেই নাঈম ইসলাম ও নাজমুল হোসেন।
১৪ সদস্যের দলে ফেরাদের তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা ও অলক কাপালি। তবে দলে ডাক পেলেও মাশরাফি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন কি না, তা নিয়ে সংশয় আছে। দলে আছেন শুনে তিনি বলেছেন, ‘আমি দেড় মাস প্র্যাকটিসে নেই। ফিটনেসের কী অবস্থা জানি না। স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়েই ব্যস্ত বেশি। নির্বাচকদের বলেছি, অনুশীলনে গিয়ে যদি নিজেকে ফিট মনে হয় তাহলেই শুধু অস্ট্রেলিয়া সিরিজে অবশ্যই খেলব। নয়তো সরে দাঁড়াব।’
দলে জুনায়েদকে সরিয়ে নেওয়া হয়েছে নতুন মুখ ডানহাতি ব্যাটসম্যান শুভাগত হোমকে। গত প্রিমিয়ার ক্রিকেট লিগে সিসিএসের হয়ে ১৬ ম্যাচে ৪৭৬ (গড় ৩১.৭৩) রান করে সর্বোচ্চ রান করাদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ‘এ’ দলে ছিলেন শুভাগত। তাঁকে জাতীয় দলে এনে জুনায়েদকে করা হলো ‘এ’ দলের সহ-অধিনায়ক।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, অলক কাপালি, শুভাগত হোম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। স্ট্যান্ডবাই: নাজমুল হোসেন।
আগামী ৯ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে।
দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক। এ ছাড়া দলে নেই নাঈম ইসলাম ও নাজমুল হোসেন।
১৪ সদস্যের দলে ফেরাদের তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা ও অলক কাপালি। তবে দলে ডাক পেলেও মাশরাফি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন কি না, তা নিয়ে সংশয় আছে। দলে আছেন শুনে তিনি বলেছেন, ‘আমি দেড় মাস প্র্যাকটিসে নেই। ফিটনেসের কী অবস্থা জানি না। স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়েই ব্যস্ত বেশি। নির্বাচকদের বলেছি, অনুশীলনে গিয়ে যদি নিজেকে ফিট মনে হয় তাহলেই শুধু অস্ট্রেলিয়া সিরিজে অবশ্যই খেলব। নয়তো সরে দাঁড়াব।’
দলে জুনায়েদকে সরিয়ে নেওয়া হয়েছে নতুন মুখ ডানহাতি ব্যাটসম্যান শুভাগত হোমকে। গত প্রিমিয়ার ক্রিকেট লিগে সিসিএসের হয়ে ১৬ ম্যাচে ৪৭৬ (গড় ৩১.৭৩) রান করে সর্বোচ্চ রান করাদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ‘এ’ দলে ছিলেন শুভাগত। তাঁকে জাতীয় দলে এনে জুনায়েদকে করা হলো ‘এ’ দলের সহ-অধিনায়ক।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, অলক কাপালি, শুভাগত হোম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। স্ট্যান্ডবাই: নাজমুল হোসেন।
আগামী ৯ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে।