অনিশ্চয়তায় পড়েছিল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন। ইংল্যান্ড হারানোয় সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে। হল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচে জয় আসাটা প্রত্যাশিত। সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে তো কথাই নেই। হারলেও শেষ আটে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে না। নির্ভর করবে অন্য দলের খেলার উপর। তবে কারও দিকে তাকিয়ে থাকা নয়, দুটি ম্যাচে জিতেই কোয়ার্টার ফাইনালে যেতে আত্মবিশ্বাসী অধিনায়ক সাকিব আল হাসান।
‘আমাদের আরও দুটি ম্যাচ রয়েছে। দুটি জিতলে কোন কথা নেই। একটিতে হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের উপর। কিন্তু দুটি ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে যেতে চাই আমরা’—ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন সাকিব আল হাসান।
১৬৯ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পরও জয়। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় যেন বিশ্বাস হচ্ছিল না অধিনায়ক সাকিবেরও, ‘আমি তো ভেবেছিলাম হেরে গেছি। শফিউল ও মাহমুদউল্লাহ অবিশ্বাস্য ব্যাটিং করে আমাদের জয় এনে দিয়েছে।’
‘আমাদের আরও দুটি ম্যাচ রয়েছে। দুটি জিতলে কোন কথা নেই। একটিতে হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের উপর। কিন্তু দুটি ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে যেতে চাই আমরা’—ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন সাকিব আল হাসান।
১৬৯ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পরও জয়। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় যেন বিশ্বাস হচ্ছিল না অধিনায়ক সাকিবেরও, ‘আমি তো ভেবেছিলাম হেরে গেছি। শফিউল ও মাহমুদউল্লাহ অবিশ্বাস্য ব্যাটিং করে আমাদের জয় এনে দিয়েছে।’