অঘটন না ঘটলে বিশ্বকাপে দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রস্তুতি ম্যাচেই তাই যেন আট বছর আগের হিসাবটা চুকিয়ে নিল টাইগাররা। চট্টগ্রামে আজ অনুষ্ঠিত দিবা-রাত্রির খেলায় কানাডাকে বাংলাদেশের কাছে হার মানতে হয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
কানাডার আত্মবিশ্বাস বলতে ছিল ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি। কিন্তু সেই দিন যে এখন আর নেই, তা প্রমাণ করে দিয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের বোলারদের ঝড়ে কবলে পড়ে কানাডার ইনিংস শেষ হয় মাত্র ৩৭.৩ ওভারে, ১১২ রানে। জবাবে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে মাত্র একটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
লক্ষ্যটা সহজ, মাত্র ১১৩ রান। এ সহজ যাত্রায় বাংলাদেশকে বেগ পেতে হয়নি একটুও। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে আসে ১০৬ রান। ব্যক্তিগত ৬৯ রানে সাজঘরে ফেরেন তামিম। কিন্তু কায়েসকে ফেরাতে পারেননি কানাডার বোলাররা। বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩৯ রানে। সঙ্গে ১ রানে অপরাজিত থাকেন জুনায়েদ।
শুরু থেকেই ভাগ্য সহায় ছিল বাংলাদেশের। টসে জিতে সাকিব আল হাসান ফিল্ডিং নেন। প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন শফিউল ইসলাম। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে কানাডার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব। দুটি করে উইকেট নেন শফিউল, মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন।