বাংলাদেশের আগামী নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে এই মুহূর্তে নেই শেখ রেহানার। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজন হলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন। আজ শুক্রবার তিনি কলকাতায় এই কথা বলেন।
বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আজ দক্ষিণ কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
শেখ রেহানা বলেন, এই মুহূর্তে তার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নেই। তিনি বলেন, রাজনীতিতে যোগ না দিয়েও নানা সমাজসেবামূলক কাজ করা যায়। তিনি সেই ধরনের কাজেই মনোনিবেশ করতে চান। বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যেভাবে চাপ বাড়ছে, সেই চাপ তিনি কিছুটা শেয়ার করতে চান কিনা—এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে রেহানা বলেন, নতুন করে শেয়ার করার কিছু নেই। আর কাজের ব্যাপারে শেখ হাসিনা একাই যথেষ্ট।
বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আজ দক্ষিণ কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
শেখ রেহানা বলেন, এই মুহূর্তে তার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নেই। তিনি বলেন, রাজনীতিতে যোগ না দিয়েও নানা সমাজসেবামূলক কাজ করা যায়। তিনি সেই ধরনের কাজেই মনোনিবেশ করতে চান। বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যেভাবে চাপ বাড়ছে, সেই চাপ তিনি কিছুটা শেয়ার করতে চান কিনা—এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে রেহানা বলেন, নতুন করে শেয়ার করার কিছু নেই। আর কাজের ব্যাপারে শেখ হাসিনা একাই যথেষ্ট।