Wednesday, February 2, 2011

সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদিন ২৪ ঘণ্টার মধ্যে খালেদার মামলা প্রত্যাহার না হলে গণ-আন্দোলন

আড়িয়ল বিলের ঘটনায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে সারা দেশে গণ-আন্দোলনের কর্মসূচি দেবে বিএনপি।
আজ মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে বিএনপির সংসদীয় দল আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলের চিফ হুইপ জয়নাল আবদিন এসব কথা বলেন।
সরকারকে হুঁশিয়ার করে জয়নাল আবদিন বলেন, মামলা প্রত্যাহার না হলে সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে মুন্সিগঞ্জবাসী সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করছে। যে নাশকতা ঘটেছে, তার সঙ্গে সরকারদলীয় স্থানীয় সাংসদেরা জড়িত, বিএনপি নয়। জনগণের আন্দোলনের প্রতি বিএনপির নৈতিক সমর্থন রয়েছে। জনগণের আন্দোলন বানচাল করার জন্য সাংসদেরা নিজেদের ক্যাডার বাহিনী দিয়ে নাশকতা চালিয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জয়নাল আবেদিন বলেন, বিএনপি যখনই সংসদে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তখনই সরকার বিরোধী দলের ওপর নানা ধরনের নির্যাতন চালাতে শুরু করে। এতে বোঝা যায়, বিরোধী দল সংসদে আসুক, সরকারই তা চায় না।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সাংসদ নজরুল ইসলাম, এ বি এম আশরাফ উদ্দীন নিজান, শহীদ উদ্দিন চৌধুরী, জেড আই এম মোস্তাফা আলী, শাম্মী আক্তার ও নিলুফার চৌধুরী।