এবারের বিশ্বকাপ আসরের কনিষ্ঠতম অধিনায়ক তিনি। সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসানের দিকে দেশ-বিদেশের সাংবাদিকদের উত্সুক চোখে তাকিয়ে থাকার কারণ তাঁর বয়স নয়। কারণ, প্রাক-বিশ্বকাপ সংবাদ সম্মেলনে আসা প্রথম অধিনায়ক সাকিব।
বয়সে একবারেই তরুণ, চব্বিশে পা দেবেন আগামী মাসে। তবে সাকিব নিজেকে উপস্থাপন করেছেন ‘পরিপূর্ণ’ একজন অধিনায়ক হিসেবেই। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নবাণকে সামলেছেন কৌশলে।
বিশ্বকাপে দলের লক্ষ্য কী? সামনে অধিনায়ককে পেলে সবার মাথায় এ প্রশ্নটিই ঘুরপাক খাওয়ার কথা। তবে সরাসরি নিজেদের লক্ষ্যটা প্রকাশ করেননি সাকিব। ‘বিশেষ টার্গেট নেই। প্রথম ম্যাচের অপেক্ষায় আছি আমরা। এক-দেড় বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে বড় কিছু নয় কেন’—বলেছেন টাইগারদের অধিনায়ক।
ঘরের মাঠে বিশ্বকাপ। সমর্থকের প্রত্যাশাটা ‘চাপ’ হয়ে দাঁড়াবে না তো? চাপ নয়, সাকিব বরং এটিকে ‘বোনাস’ হিসেবেই দেখছেন, ‘আমরা এটিকে বোনাস হিসেবেই দেখছি। কন্ডিশন জানা। অনুশীলন ক্যাম্প ভালো হয়েছে। সব মিলিয়ে আমরা আত্মবিশ্বাসী।’
সমর্থকদের প্রত্যাশার চাপ না হয় বাদ দিলাম। কিন্তু অধিনায়কত্বের চাপটা কীভাবে সামলাবেন? এ প্রশ্নেও কৌশলী সাকিব, ‘অধিনায়কত্ব কখনো সমস্যা মনে হয় না। ড্রেসিং রুমে আগের মতোই আছি আমি।’