টস হারাটা যেন মহেন্দ সিং ধোনির শাপেবর হলো। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ফিল্ডিং নিয়ে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। ভারতকে ব্যাটিং করতে দেওয়ার মজাটা হাড়ে হাড়ে টের পেলেন। বিরেন্দর শেবাগের ক্যারিয়ার সেরা ১৭৫ রান এবং বিরোট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৭০ রানের পাহাড়ে পেঁৗছে ভারত। মূলত তখনই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। তবে মিরপুরের এই চেনা উইকেটে ফিল্ডিং নেওয়ার পেছনে সাকিবের যুক্তিও রয়েছে। 'ভারতকে প্রথমে ব্যাটিং করে চাপে ফেলতে চাই' টস জয়ের পর এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন। ভারত এবারের আসরের হট ফেভারিট। তাই তাদের বিরুদ্ধে জিততে হলে কিছুটা তো ভাগ্যের সহায়তাও চাই। এ কথা আগেই বলেছিলেন টাইগার দলপতি। তবে ভাগ্যদেবী কাল সাকিবদের দিকে মুখ ফিরে তাকায়নি। তাই ভারত চাপে রাখার বদলে উল্টো বাংলাদেশের ঘাড়েই চাপের মস্ত এক বোঝা চেপে যায়। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বাড়াতে পাড়েনি টাইগাররা।
বাংলাদেশের প্রধান শক্তি স্পিন, তাই দিনের আলোতে উইকেটে টার্ন থাকতে পারে। তাছাড়া পোর্ট অব স্পেনে তো প্রথমে ফিল্ডিং করে ভারতকে ১৯১ রানেই অল আউট করেছিল টাইগাররা, হয়তো সেই স্মৃতিও উঁকি মারছিল সাকিবের মনে। তাই ভারতের মারকুটে ব্যাটিং লাইন আপের সামনে ফিল্ডিং সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেননি সাকিব।
বাংলাদেশের প্রধান শক্তি স্পিন, তাই দিনের আলোতে উইকেটে টার্ন থাকতে পারে। তাছাড়া পোর্ট অব স্পেনে তো প্রথমে ফিল্ডিং করে ভারতকে ১৯১ রানেই অল আউট করেছিল টাইগাররা, হয়তো সেই স্মৃতিও উঁকি মারছিল সাকিবের মনে। তাই ভারতের মারকুটে ব্যাটিং লাইন আপের সামনে ফিল্ডিং সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেননি সাকিব।