খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘স্বীকার করছি এই মুহূর্তে চালের মূল্য বেশি। এ কারণে মানুষের একটু কষ্ট হচ্ছে। কিন্তু দেশে এখন কোনো দুর্ভিক্ষ নাই, খাদ্যসংকট আছে বলেও আমি মনে করি না।’ পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট বন্দর এলাকায় স্পেনপ্রবাসীদের সহায়তায় নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনের সময় আজ রোববার তিনি এ কথা বলেন।
স্পেনপ্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি বিদেশে ছিলাম, প্রবাসজীবন কত কষ্টের তা আমি জানি। আপনাদের কষ্টের টাকা দিয়ে সিডরবিধ্বস্ত এই জনপদে আশ্রয়কেন্দ্র নির্মাণ করায় আপনাদের ধন্যবাদ জানাই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯০ লাখ টাকা ব্যয়ে ওই দোতলা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়। দুর্যোগের সময় এলাকাবাসী এখানে আশ্রয় নেবে। বছরের অন্য সময় এটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কাজে লাগানো হবে।
জেলা প্রশাসক মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আরতুরো মানুয়েল পেরেজ, পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল ও স্পেনপ্রবাসী আবদুস ছোবান।
স্পেনের রাষ্ট্রদূত বলেন, নতুন নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা দেওয়া অব্যাহত রাখবে স্পেন।