কায়রো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে চলেছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। নতুন একজন প্রধানমন্ত্রী এবং তার শাসনামলে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন।
মিশরের গোয়েন্দা বাহিনীর প্রধান ও তার রাজনৈতিক সহকর্মী ওমর সুলাইমানকে শনিবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন মোবারক। এর পরপরই তিনি বিমান বাহিনীর সাবেক কমান্ডার ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আহমেদ শফিককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
মোবারকের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা কারফিউ উপক্ষো করে রাজপথে বিক্ষোভ করছে।
রাজধানী কায়রো ও বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার সড়কগুলো জনসমূদ্রে পরিণত হয়েছে। অন্যান্য শহরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ওমর সুলাইমান (৭৪) ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে শপথ নিয়েছেন। ৩০ বছর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হোসনি মোবারক ছিলেন ভাইস প্রেসিডেন্ট। তিনি এই প্রথম একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করলেন।
এর আগে সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিলো, স্থানীয় সময় বিকাল ৪ টায় কারফিউ বলবৎ হওয়ার পর কেউ তা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিক্ষোভকারীরা এই হুঁশিয়ারিকে আমল না দিয়ে রাজপথে বিক্ষোভ করে চলেছে।
বিক্ষুব্ধ জনতা ঘোষণা দিয়েছে যে, মোবারক পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভকারীরা কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে।