Wednesday, January 26, 2011




ঢাকা মেডিকেল

বার্ন ইউনিটে চাকরি স্থায়ীর দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ শ্রেণীর কিছু অনিয়মিত কর্মচারী ইউনিটের দায়িত্বরত প্রকল্প পরিচালকের পদত্যাগের দাবিতে ইউনিটটির সামনে অবস্থান নিয়েছেন। ফলে সেখানে চিকিত্সা কাজ ব্যাহত হচ্ছে এবং রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রকল্প পরিচালক মো. শহীদুল বারী জানান, চাকরি নিয়মিত হওয়ার আশায় ৩৭ জন কর্মী অনেক দিন ধরেই কাজ করে আসছেন। আজ সকালে তিনি সবাইকে হাজিরা খাতায় সই করতে বলেন। এতে অনিয়মিত কর্মীরা দ্বিমত পোষণ করে চাকরি নিয়মিত করার দাবি জানান। একপর্যায়ে তাঁরা দুপুর ১২টার দিকে কর্মবিরতি দিয়ে ইউনিটের সামনে অবস্থান নেন। এমনকি তাঁরা জরুরি বিভাগে আসা রোগীদের চিকিত্সা কাজেও বাধা দিচ্ছেন।
শহীদুল বারী আরও জানান, তাঁদের নিয়মিত করার জন্য তিনি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন।
অনিয়মিত কর্মীরা বলেন, এই বার্ন ইউনিটে তাঁরা বিভিন্ন চিকিত্সক ও সেবিকাদের পরিচিত হিসেবে ছয়-সাত বছর ধরে কাজ করে যাচ্ছেন। প্রথম দুই বছর তাঁরা বেতন পেতেন, এখন তাও পান না। তাই তাঁরা ওয়ার্ডের প্রধান শহীদুল বারীর পদত্যাগ চাচ্ছেন।