Monday, January 24, 2011

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী মঙ্গলবার থেকে আবারও দুই স্টক এক্সচেঞ্জে যথারীতি লেনদেন শুরু হবে। সূচকের সার্কিট ব্রেকার থাকছে না বলে জানান তিনি। পুঁজিবাজার থেকে খুব বেশি টাকা যায়নি বলেও মন্তব্য করেন মুহিত।
আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
এর আগে আজ সকাল থেকে অর্থমন্ত্রী পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আনার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অর্থমন্ত্রী বলেন, এখন থেকে বাজার বন্ধ রাখা হবে না। বাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে বাজারকে নিজস্ব গতিতে চলতে দেওয়া দরকার। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পরামর্শ কমিটি এখন থেকে ঘন ঘন বৈঠকে বসবে। এ ছাড়া বাজারে স্থিতিশীলতা আনতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত রাখার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার এবং ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।