ফাইনাল ম্যাচ নয়, এ যেন গোল মিসের মহড়া। আর সেই মহড়ায় জয় হয়েছে জাপানের। আজ শনিবার রাতে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার এশিয়ান কাপের শিরোপা ঘরে তুলেছে নীল সামুরাইরা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই চিত্র—গোল মিস! গোটা সময় ধরে উত্তেজনায় কেটেছে দর্শকদের। দুই দল যে পরিমাণ গোল মিস করেছে, তা মিস না হলে গোলের পাহাড়ের স্বাক্ষী হয়ে থাকতো আজকের ফাইনাল ম্যাচটি।
নির্ধারিত ৯০ মিনিটে গোল হয়নি। অতিরিক্ত সময়েও যথারীতি গোল মিস অব্যাহত। গোল হয়নি অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও। ১৯ মিনিটে ‘সোনার হরিণটির’ দেখা পেয়ে যায় জাপান। অস্ট্রেলিয়ার গোলবারের সামনে ফাঁকা জায়গায় বল পেয়ে যান লি। এই ফুটবলার যে অসাধারণ নৈপুন্যে বল জালে পাঠালেন, তাতে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।
এতোদিন ইরান ও সৌদি আরবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ী ছিল জাপান। তবে আজকের ম্যাচ দিয়ে নীল সামুরাইরা ছাড়িয়ে গেছে সবাইকেই। ওয়েবসাইট।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই চিত্র—গোল মিস! গোটা সময় ধরে উত্তেজনায় কেটেছে দর্শকদের। দুই দল যে পরিমাণ গোল মিস করেছে, তা মিস না হলে গোলের পাহাড়ের স্বাক্ষী হয়ে থাকতো আজকের ফাইনাল ম্যাচটি।
নির্ধারিত ৯০ মিনিটে গোল হয়নি। অতিরিক্ত সময়েও যথারীতি গোল মিস অব্যাহত। গোল হয়নি অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও। ১৯ মিনিটে ‘সোনার হরিণটির’ দেখা পেয়ে যায় জাপান। অস্ট্রেলিয়ার গোলবারের সামনে ফাঁকা জায়গায় বল পেয়ে যান লি। এই ফুটবলার যে অসাধারণ নৈপুন্যে বল জালে পাঠালেন, তাতে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।
এতোদিন ইরান ও সৌদি আরবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ী ছিল জাপান। তবে আজকের ম্যাচ দিয়ে নীল সামুরাইরা ছাড়িয়ে গেছে সবাইকেই। ওয়েবসাইট।