Tuesday, January 25, 2011


নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিন: এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। তাই আপনারা নৌকায় ভোট দিন।’
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মহাজোটের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে আয়োজিত এক জনসভায় এরশাদ এ কথা বলেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ মঙ্গলবার বিকেলে শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, জাসদের নেতা শিরিন আক্তার, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈনউদ্দিন, মহাজোটের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।
এরশাদ বলেন, ‘আমি আজ এখানে এসেছি নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া একসময় মহকুমা ছিল। আমি জেলা করেছি। মহাজোটের প্রার্থী মোকতাদির চৌধুরী এই এলাকার অনেক উন্নয়ন করেছেন। কাজেই নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের সম্মান রাখুন।’
এরশাদ বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসনে দেশ জর্জরিত ছিল। আমরা এ (দুর্নীতি) থেকে দেশকে মুক্ত করেছি। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করছি। কৃষককে বাঁচাতে সারে ভর্তুকি দিচ্ছি। কৃষকের ভাগ্য পরিবর্তন করতে আমরা বদ্ধপরিকর। দেশে আজ অনাহার-মঙ্গা নেই। আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি।’
এরশাদ আরও বলেন, ‘সংবিধানে ইসলামও থাকবে, বিসমিল্লাহও থাকবে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা এগিয়ে চলছি উন্নয়নের দিকে। আগামী তিন বছরের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হবে। আপনার এখানে নৌকাকে বিজয়ী করুন। কথা দিচ্ছি, সব সমস্যার সমাধান করব।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির সাংসদেরা সংসদে যায় না। তাদের প্রার্থী নির্বাচিত হলে তিনিও সংসদে যাবে না। কাজেই এলাকার উন্নয়নের স্বার্থেই আপনারা নৌকায় ভোট দেবেন। আর এই এলাকার আওয়ামী লীগের প্রার্থী রবিউল মোকতাদির মুক্তিযুদ্ধে অস্ত্রহাতে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। তিনি এলাকার উন্নয়নের জন্য সদা চেষ্টা করেন। কাজেই তিনি সাংসদ নির্বাচিত হলে এলাকার মানুষেরই বিজয় হবে।’
এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন রেজাউল ইসলাম ভূঁইয়া। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।