ইমপ্যাক্ট ইনডেক্সের বিচারে
সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার ভিভ রিচার্ডস
৭০-এর দশকের শুরুতে ওয়ানডে ক্রিকেটের পথচলা শুরু হওয়ার পর থেকে অনেকেই ক্রিকেট বিশ্বকে মাতিয়েছেন নতুন উন্মাদনায়। অসাধারণ সব পারফরমেন্স দিয়ে জয় করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের মন। তাঁদের মধ্য থেকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বেছে নিতে বললে হয়তো অনেকেই কিছুটা বিপদে পড়ে যেতে পারেন। কিন্তু যদি পারফরমেন্স বিচারের একটা মানদণ্ড ঠিক করে কাজটা করা হয়? তাহলে অনেকটাই সহজ হয়ে যায় সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচনের কাজটা। এ ধরনের একটা মানদণ্ড তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে ভারতের জয়দীপ বর্মা ও যতীন থাকারের নেতৃত্বাধীন একটি দল। পারফরমেন্স বিচারের জন্য ওই দলের সদস্যরা বানিয়েছেন ‘ইমপ্যাক্ট ইনডেক্স’ নামের নতুন একটি মানদণ্ড। আর এই মানদণ্ডের বিচারে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের স্থানটি জয় করে নিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস।
সাধারণত, গড় একটা পারফরমেন্স হিসাব করেই র্যাঙ্কিং বা সেরা নির্বাচনের কাজটি করা হয়। কিন্তু নতুন এই মানদণ্ডের মূল বিবেচ্য বিষয় হলো, কোনো ম্যাচের একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কে কী রকম পারফরমেন্স দেখিয়েছেন। যেমন কঠিন একটি পরিস্থিতিতে তাঁর অবদান। ব্যাট হাতে বা বল হাতে নির্দিষ্ট সময়ে তাঁর কোনো পারফরম্যান্স ম্যাচে কি ধরনের প্রভাব সৃষ্টি করেছে। তিনি কতবার স্বীয় পারফরমেন্স দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন ইত্যাদি। দলের ভালো অবস্থার মধ্যে একটা সেঞ্চুরি করার চেয়ে দলের ভয়াবহ সংকটপূর্ণ পরিস্থিতিতে ভালো একটা ইনিংস খেললে অনেক বেশি পয়েন্ট যোগ হবে ওই ক্রিকেটারের খাতায়। এভাবেই তৈরি করা হয়েছে সর্বকালের সেরা ২০ ক্রিকেটারের তালিকা।
তালিকায় ভিভ রিচার্ডসের পর প্রথম চারটি স্থানে আছেন ইমরান খান, রিচার্ড হ্যাডলি, অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ান বোথাম। এখনো অবসরে যাননি এমন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার আছেন অষ্টম স্থানে। ওয়ানডে ক্রিকেটে প্রায় সব কটি ব্যাটিং রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকারের অবস্থান শুনলে কেউ কেউ হয়তো চমকে যেতে পারেন। ভারতের এই ব্যাটিং আইকনের জায়গা হয়েছে ১৮ নম্বরে। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আছেন ১৩ নম্বরে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব আছেন জ্যাক ক্যালিসের পরেই, ৯ নম্বর অবস্থানে।
নতুন এই তালিকাটি আগামীকালই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ‘ইমপ্যাক্ট ইনডেক্স’।— টাইমস অব ইন্ডিয়া