আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের দিন সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব পাঠানো হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে গঠিত নিরাপত্তা কমিটি এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গঠিত জাতীয় কমিটিতে পাঠাচ্ছে। একই সঙ্গে শুক্রবার ছাড়া খেলা অনুষ্ঠিত হওয়ার অন্য কর্মদিবসগুলোয় সংশ্লিষ্ট শহরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তাবও পাঠানো হবে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাহারা খাতুন এসব তথ্য জানিয়ে বলেন, বিশ্বকাপ ক্রিকেট খেলা চলাকালে রাজধানীর প্রধান সড়ক ও ফুটপাতে ভিক্ষুক ও হকার যাতে না থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ওই সময় ভিক্ষুকদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানান।
এদিকে বিদেশি খেলোয়াড়েরা যেসব সড়কে যাতায়াত করবেন, ওই সড়কগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান সাহারা খাতুন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাহারা খাতুন এসব তথ্য জানিয়ে বলেন, বিশ্বকাপ ক্রিকেট খেলা চলাকালে রাজধানীর প্রধান সড়ক ও ফুটপাতে ভিক্ষুক ও হকার যাতে না থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ওই সময় ভিক্ষুকদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানান।
এদিকে বিদেশি খেলোয়াড়েরা যেসব সড়কে যাতায়াত করবেন, ওই সড়কগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান সাহারা খাতুন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।