সিরিজে টিকে রইল ইংল্যান্ড
অনলাইন ডেস্ক | তারিখ: ২৬-০১-২০১১
চলার পথ খুঁজে পেল ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হার। অ্যাডিলেড ওভালে আজ অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে হারলেই সাত ম্যাচের সিরিজে হার মানতে হতো অ্যান্ড্রু স্ট্রাউসদের। তবে এ ম্যাচে ভাগ্যদেবতা মুখ তুলে তাকিয়েছেন সফরকারীদের দিকে। অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে সিরিজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইংল্যান্ড।
দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর আভাসটা দিয়েছিলেন জোনাথন ট্রট। সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট প্রিয়রের ৬৭ আর মাইকেল ইয়ার্ডির অপরাজিত ৩৯ রান মিলিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৯৯।
অস্ট্রেলিয়ার লক্ষ্যটা সহজ নয় মোটেই। তবে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ৬৪ রানের ইনিংস খেলে স্বপ্ন দেখিয়েছিলেন অসিদের। শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর বাস্তব রূপ পায়নি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তুলতে সক্ষম হয় মাইকেল ক্লার্কের দল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৯৯/৮ (৫০ ওভার)
ট্রট ১০২, প্রিয়র ৬৭, ইয়ার্ডি ৩৯*
অস্ট্রেলিয়া: ২৭৮/৭ (৫০ ওভার)
ওয়াটসন ৬৪, স্মিথ ৪৬*, হোয়াইট ৪৪